thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঈশ্বরদীতে র‌্যাবের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

২০১৩ ডিসেম্বর ০৪ ০৫:৫১:১৭
ঈশ্বরদীতে র‌্যাবের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

পাবনা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে রাস্তা পার হওয়ার সময় র‌্যাবের গাড়ির ধাক্কায় রিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রিয়া ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া গ্রামের ওবায়দুল ইসলামের মেয়ে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল ৫টার দিকে।

র‌্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মঈন উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিকেলে ওই শিশুটি দৌঁড়ে বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। এ সময় র‌্যাবের গাড়ির ডান সাইডে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। র‌্যাবের গাড়িতেই তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যায় শিশু রিয়া।’

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/ডিসেম্বর ০৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর