thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

২০১৩ ডিসেম্বর ০৪ ০৫:৫৪:৪৬
পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের করাচিতে মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে একজন শিয়া নেতাসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার ধরন দেখে মনে হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিতেই এই হামলা চালানো হয়েছে। খবর দ্য ডনের।

মজলিশ-ই-ওয়াহদাত-ই-মুসলিমিন বা এমডব্লিউএম-র নেতা আল্লামা দিদার আলি জালবানিকে লক্ষ্য করে অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি করে। চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া ওই গুলিতে তার সঙ্গে থাকা দেহরক্ষীও নিহত হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারীরা চলন্ত মোটরসাইকেল থেকে আল্লামা দিদার আলি জালবানির গাড়ি লক্ষ্য করে গুলি করলে তিনি তার দেহরক্ষীসহ নিহত হন। তিনি বলেন, সর্বশেষ এই ধরনের হামলার ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিতে চালানো হয়েছে।

এমডব্লিউএম-র একজন মুখপাত্র ওই নেতার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এদিকে করাচির উত্তরাঞ্চলীয় এলাকায় সুন্নি মতাবলম্বীর তিনজনকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে একটি মসজিদের বাইরে এই হামলার ঘটনায় ওই তিন ব্যক্তি নিহত হয়েছে।

অপর একটি ঘটনায় মরক্কোর দুই জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। অন্যদিকে শহরের সাখি হাসান এলাকায় একই ধরনের হামলায় আরও চার ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমডব্লিউএম-র নেতা আল্লামা রাজা নাসির আব্বাস হত্যাকারী ধরতে সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছে।

(দ্য রিপোর্ট/আদসি/ডিসে্ম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর