thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নির্বাচন থেকে এরশাদ সরে আসায় শেরপুর মিষ্টি বিতরণ

২০১৩ ডিসেম্বর ০৪ ০৬:০৪:৫৫
নির্বাচন থেকে এরশাদ সরে আসায় শেরপুর মিষ্টি বিতরণ

শেরপুর সংবাদদাতা : দশম জাতীয় নির্বাচন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সরে আসার ঘোষণায় শেরপুর জেলা জাতীয় পার্টি আনন্দে মিষ্টি বিতরণ করেছে। জেলা জাতীয় পার্টির কার্যালয়ে মঙ্গলবার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে পার্টির সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান ও শেরপুর-১ আসনের দলীয় মনোনিত প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক এক মতবিনিময় সভা করেন।

তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন থেকে সরে আসার এ সিদ্ধান্ত বর্তমানে ১৬ কোটি মানুষের সিদ্ধান্ত। এ সিন্ধান্তকে স্বাগত জানিয়ে শেরপুর জেলা জাতীয় পার্টি স্বস্তি প্রকাশ করছে এবং অচিরেই শেরপুরের ৩টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে বলে।’

এ সময় জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল হালিম, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান, জেলা যুব সংহতির সভাপতি মো. আশরাফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

(এসএম/এনডিএস/ডিসেম্বর ০৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর