thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

মিরপুরে ছাত্রদলের মিছিল, ককটেল বিস্ফোরণ : আটক ৭

২০১৩ ডিসেম্বর ০৪ ০৯:৪৫:১৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : টানা অবরোধের পঞ্চমদিনে রাজধানীর মিরপুরের পল্লবীতে পৃথক দুটি ঘটনায় ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রদলের কর্মীরা। এ সময় পুলিশ সাতজনকে আটক করে।

পল্লবীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের কর্মীরা বুধবার সকালে একটি মিছিল বের করে। সাড়ে ৭টার দিকে পল্লবী বাসস্ট্যান্ডে তারা ৫টি ককটলের বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে পুলিশ।

সকাল পৌনে ৮টার দিকে বাসস্ট্যান্ডের পাশে আরো ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এখান থেকে ৩ জনকে আটক করে করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ছাত্রদলকর্মীদের আটকের কথা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এসময় তিনি আরো বলেন, আটককৃতদের কাছ থেকে পেট্রোল উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/ডি/এপি/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর