thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা, চালক আহত

২০১৩ ডিসেম্বর ০৪ ০৯:৫৫:৫৫
বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা, চালক আহত

বরিশাল সংবাদদাতা : বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর কাছে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে ভাঙচুর করেছে অবরোধকারীরা। হামলায় অ্যাম্বুলেন্স চালক দীপকচন্দ্র (৩০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে এই হামলার ঘটনা ঘটে।

আহত চালক দীপক দ্য রিপোর্টকে জানান, উজিরপুর উপজেলার হাবিবপুর গ্রামের আলো বেগম মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে মারা যায়। তার লাশ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে (ঢাকা মেট্রো ৫১-১৬৩৬) বাড়ি যাওয়ার সময় সেতুর পূর্ব প্রান্তে পিকেটাররা হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা আমার উপরও হামলা চালায়।

বাবুগঞ্জ থানার ওসি শাহে আলম দ্য রিপোর্টকে জানান, আমি বিষয়টি জেনেছি। কিন্তু রাতের বেলা হওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

(দ্য রিপোর্ট/বিএস/এপি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর