thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পাকিস্তানের মধ্যদিয়ে মার্কিন সেনাবাহিনীর রসদ সরবরাহ বন্ধ

২০১৩ ডিসেম্বর ০৪ ১০:১৭:০৫
পাকিস্তানের মধ্যদিয়ে মার্কিন সেনাবাহিনীর রসদ সরবরাহ বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক : হামলার আশঙ্কায় পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে রসদ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ হওয়ায় যুক্তরাষ্ট্র সামরিক রসদ বহনকারী যানবাহনের চালকদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছে।

পেন্টাগনের মুখপাত্র মার্ক রাইট এ ব্যাপারে জানান, পাকিস্তানের নাগরিকদের এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র থেকে আফগানিস্তানে পণ্য সরবরাহ ক্ষতিগ্রস্ত হতে পারে।

খুব শিগগিরই ওই রুট দিয়ে পণ্য সরবরাহ শুরু হবে বলেও জানান তিনি।

এর আগে, মার্কিন ড্রোন হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার অভিযোগে পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রধান পণ্য সরবরাহের রাস্তা বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীরা ন্যাটোর পণ্য সরবরাহকারী গাড়ি চালকদেরও হেনস্তা করে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশ দিয়েই সাধারণত ন্যাটোর রসদ সরবরাহ করা হতো। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর