thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

গাজীপুরে এমপির বাসায় আগুন

২০১৩ ডিসেম্বর ০৪ ১০:৪৭:১৯
গাজীপুরে এমপির বাসায় আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা শহরের ছায়াবিথী আবাসিক এলাকার ঐ বাড়ির সীমানাপ্রাচীর এবং দেওয়ালে কেরোসিন ঢেলে আগুন ধরানো হয়। সংসদ সদস্যের স্ত্রী ফজরের নামাজের আগে ওজু করার সময় এ দৃশ্য দেখতে পান। দেখে তিনি চিৎকার শুরু করলে অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(দ্য রিপোর্ট/এ/এপি/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর