thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

কিশোরগঞ্জে অবরোধকারীদের ধাওয়ায় চালক নিহত

২০১৩ ডিসেম্বর ০৪ ১১:০২:৩৭
কিশোরগঞ্জে অবরোধকারীদের ধাওয়ায় চালক নিহত

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ উপজেলার চৌদ্দশত বাজার এলাকায় অবরোধকারীদের ধাওয়ায় একটি পিকআপ উল্টে যাওয়ায় চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে সদরময়মন সিংহ-কিশোরগঞ্জ-ভৈরব সড়কের চৌদ্দশত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম উজ্জ্বল সরকার (৪০)। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভাটার শ্রমিকরা রাতে ওই পিকআপে করে কুমিল্লা যাচ্ছিলেন। এ সময় তারা বাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা পিকআপের দিকে ইট ছুড়তে থাকেন। এতে ইটের আঘাতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/ওএস/এসবি/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর