thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সিইসির সঙ্গে কমনওয়েল প্রতিনিধি দলের সাক্ষাৎ

২০১৩ ডিসেম্বর ০৪ ১১:১৪:৪২
সিইসির সঙ্গে কমনওয়েল প্রতিনিধি দলের সাক্ষাৎ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সদস্যের কমনওয়েলথ প্রতিনিধি দল।

বুধবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন তারা। তিন সদস্যের কমনওয়েলথ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন মার্টিন কেজাইরি।

সিইসির সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধিদলের প্রধান মার্টিন কেজাইরি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিইসির কাছে জানতে চেয়েছি।

তিনি বলেন, আমরা এখানে এসেছি সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনী স্টেকহোল্ডারদের সঙ্গেও কথা বলব। এরপর কমনওয়েলথ হেডঅফিসে বর্তমান পরিস্থিতির পর্যালোচনামূলক একটি রিপোর্ট পাঠাবো। নির্বাচনে কমনওয়েলথভুক্ত দেশগুলো পর্যবেক্ষক পাঠাবে কিনা সিদ্ধান্ত নিবে।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর