thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

বরিশালে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ০৪ ১১:০৭:৫৬
বরিশালে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ

বরিশাল সংবাদদাতা : ১৮ দলের ডাকা অবরোধের পঞ্চম দিন বুধবার বরিশালে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল করছে না। তবে লঞ্চ চলছে। নগরীতে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক।

সকাল ৭টায় নগরীর ঘরামীবাড়ির পুল এলাকায় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে সড়কে গাছের গুড়ি ফেলে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। এসময় ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এরপর বগুড়া রোডে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিল করে দ্রুত সটকে পড়ে ছাত্রদলের কর্মীরা। এছাড়া নগরীর অন্য কোথায়ও পুলিশের টহল থাকায় মিছিল বা পিকেটিং করতে পারেনি অবরোধকারীরা।

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষায় বুধবার ৭শ পুলিশ সদস্যের পাশাপাশি র‌্যাবের টহল অব্যাহত আছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

(দ্য রিপোর্ট/বিএস/এইচএস/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর