thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দিনের শুরুতেই উত্থান পতনে পুঁজিবাজার

২০১৩ ডিসেম্বর ০৪ ১১:৩৮:৫৮
দিনের শুরুতেই উত্থান পতনে পুঁজিবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনের প্রথম ঘণ্টায় উত্থান পতনের মধ্যে রয়েছে দেশের উভয় পুঁজিবাজার। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে বুধবার দিনের শুরু হলেও এক ঘণ্টার ব্যবধানে সূচক নিম্নমুখী হয়েছে।

সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩০৩ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ১২৯ কোটি ৯৫ লাখ।

মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪৩১০ পয়েন্টে অবস্থান করে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টা পর্যন্ত ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪২১ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর