thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল 25, ৯ বৈশাখ ১৪৩২,  ২৩ শাওয়াল 1446

মহাসাগরের ৩০ ফুট নিচ থেকে তিনদিন পর জীবন্ত উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০৪ ১১:৪৭:০২
মহাসাগরের ৩০ ফুট নিচ থেকে তিনদিন পর জীবন্ত উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক : বৈজ্ঞানিক কল্পকাহিনীকেও হার মানালেন হ্যারিসন ওকানে। তিনদিন ধরে আটলান্টিক মহাসাগারের তলদেশে ডুবন্ত জাহাজে বেঁচে থাকার লড়াই চালিয়ে শেষ পর্যন্ত জয়ী হলেন তিনি।

পেশায় জাহাজের রাঁধুনী ওকানে নাইজেরিয়া থেকে একটি মাছধরার জাহাজে যাত্রা শুরু করেন। ওকানেদের জাহার দুর্ঘটনার কবলে পড়লে মারা যায় জাহাজে থাকা ১১ জন। সৌভাগ্যক্রমে জাহাজের ভেতর চার ফুটের একটি এয়ারপকেটে পড়ে বেঁচে যায় ওকানে। ওই এয়ারপকেটের কারণে পানির ৩০ মিটার নিচে থেকেও কোনোরকমে শ্বাস নিতে পারছিলেন তিনি। এই তিনদিনে কোকাকোলাই ছিল তার একমাত্র খাবার।

পরে জাহাজটির ধ্বংস্তূপ থেকে ডুবুরিরা তাকে উদ্ধার করে। উদ্ধারের পর ওকানেকে হাসপাতালে নিযে যাওয়া হয়। শিগগিরই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে আশা করছেন চিকিৎসকরা। সূত্র: ইউএস টুডে।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর