thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ফিজিও আনবে পাকিস্তান

২০১৩ ডিসেম্বর ০৪ ১১:৫১:৩১
ফিজিও আনবে পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক : এবার অস্ট্রেলিয়া থেকে ফিজিও ডেল নাইলরকে উড়িয়ে আনবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০১৪ সালের টোয়েন্টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

২০১০ সালেও ডেল পাকিস্তান দলের ফিজিওর দায়িত্বে ছিলেন। এবার ৪ মাসের জন্য তাকে আনতে যাচ্ছে পাকিস্তান।

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে মোহাম্মদ ইরফান, শোয়েব মালিক ও আব্দুর রাজ্জাক ইনজুরির কারণে খেলতে পারেননি। ইনজুরি থেকে খেলোয়াড়দের মুক্ত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এ মাসে শ্রীলঙ্কার সঙ্গে আরব আমিরাতে টেস্ট ও ওয়ানডে সিরিজে ডেল দলের সঙ্গে যুক্ত হবেন। দ্বায়িত্ব পালন করবেন এপ্রিলে বাংলাদেশে হতে যাওয়া টোয়েন্টি২০ বিশ্বকাপ পর‌্যন্ত।

পিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডেল একজন স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট ও ট্রেইনার। ২০১০ সালেও তিনি পাকিস্তান দলের দায়িত্বে ছিলেন। এবার পিসিবি তাকে ৪ মাসের জন্য দলের সঙ্গে অন্তর্ভূক্ত করছে।’

ডিসেম্বরের ১৩ ও ১৫ তারিখে শ্রীলঙ্কার সঙ্গে ২টি টোয়েন্টি২০ ম্যাচ খেলার আগে আফগানিস্থানের সঙ্গে একটি ম্যাচ খেলবে পাকিস্তান। দলের ম্যানেজারের দায়িত্বে থাকবেন মঈন খান।

(দ্য রিপোর্ট/এমআই/ডিসেম্বর ৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর