thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নৌপথে নজরদারি করা হচ্ছে : নৌমন্ত্রী

২০১৩ ডিসেম্বর ০৪ ১২:৪৭:৫৫
নৌপথে নজরদারি করা হচ্ছে : নৌমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : নাশকতা রোধে নৌপথে নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। একইসঙ্গে অবরোধে নৌচলাচল স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।

অবরোধে নৌযান চলাচল পরিস্থিতি নিয়ে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

মঙ্গলবার প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে জানিয়েছেন নৌযানে নাশকতা পরিকল্পনার প্রমাণ রয়েছে সরকারের কাছে। এ বিষয়ে জানতে চাইলে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী ষড়যন্ত্রের কথা বলেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা নজরদারি করছি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মানুষ হত্যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। মানুষ এটা প্রতিহত করবে, সরকারও এতে সহযোগিতা করবে।

অবরোধে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে দাবি করে শাজাহান খান বলেন, মঙ্গলবার সদর ঘাট থেকে আনুমানিক আট হাজার ৩২৮ জনযাত্রী নিয়ে ৫৪টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। স্বাভাবিক সময়ে ৬৯টি লঞ্চ ছেড়ে যায়। একই দিনে সদরঘাটে লঞ্চ এসেছে ৪৮টি। যাত্রীর সংখ্যা স্বাভাবিক সংখ্যার চেয়ে কম ছিলো বলেও জানান তিনি।

তিনি বলেন, মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন ঘাটে এক হাজার ৫৯০টি যানবাহন ফেরিতে পারাপার হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর