thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শাবনূর মা হচ্ছেন

২০১৩ ডিসেম্বর ০৪ ১৩:০২:৫৮
শাবনূর মা হচ্ছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‌‌'সময় হলে বিয়ের ব্যাপারে মুখ খুলব' মিডিয়ায় বিভিন্ন সময় এমন কথা বলেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে তিনি মুখ খুলেননি। এবার মুখ খুলেছেন তার বাবা। গণমাধ্যমে এবার শাবনূরের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তার বাবা শাহজাহান চৌধুরী। পাশাপাশি শাবনূরের মা হতে যাওয়ার খবরটিও তিনিই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শাহজাহান চৌধুরী জানান, ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিকের সঙ্গে শাবনূরের বিয়ে হয়েছে। বধূ তুমি কার নামের একটি চলচ্চিত্রেও অনিক শাবনূরের সঙ্গে অভিনয় করেন।

শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী জানান, শাবনূর মা হচ্ছেন। শাবনূর এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সিডনির চিকিৎসকদের কথা অনুযায়ী আগামী ২২ অথবা ২৩ ডিসেম্বর তাঁর মা হওয়ার সম্ভাবনা আছে।

অস্ট্রেলিয়ার নাগরিক হলেও চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর নিয়মিত ঢাকায় আসেন। সর্বশেষ গত ২ অক্টোবর সিডনিতে যান শাবনূর।

(দ্য রিপোর্ট/ওএস/এইচএসএম/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর