thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীতে মেয়ের সামনে প্রাণ গেল বাবার

২০১৩ ডিসেম্বর ০৪ ১২:১৫:৫৩
রাজধানীতে মেয়ের সামনে প্রাণ গেল বাবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ডেমরায় দুটি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতায় অকালে প্রাণ ঝরে গেল এক যাত্রীর প্রাণ। নিহত ওই যাত্রীর নাম আকবর হোসেন মিয়া (৫৫)। ডেমরার ডগাইর পশ্চিম পাড়ায় থাকতেন তিনি।

বুধবার সকালে ডেমরার কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের মেয়ে দিবা সুলতানা।

তিনি জানান, সকাল ১০টার দিকে তার বাবাকে সঙ্গে নিয়ে গ্রামীণ নামের একটি যাত্রীবাহী বাসে উঠেন। যাচ্ছিলেন লক্ষ্মীবাজার সোহরাওয়ার্দী কলেজে অনার্সের ভর্তি ফরম জমা দিতে।

দিবা সুলতানা জানান, এ সময় তাদের বহন করা বাসটি অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে আগে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। তাদের বাসটি কোনাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের নীচে চাপা পড়েন তারা বাবা।

এ ঘটনার পর আকবর হোসেন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/এসবি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর