thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

বরিশালে সংঘর্ষে পুলিশসহ আহত ১০

২০১৩ ডিসেম্বর ০৪ ১৩:০৯:০৮
বরিশালে সংঘর্ষে পুলিশসহ আহত ১০

বরিশাল সংবাদদাতা : বরিশালের সাত মাইলে ১৮ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক এএসআইসহ ১০ জন আহত হয়েছেন।

বিমানবন্দর থানার ওসি মো. শহীদুলালাহ জানান, বুধবার বেলা ১১টার দিকে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা সাত মাইল এলাকায় মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১৮ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে পুলিশের এ এস আই আবুল কালাম আজাদসহ ১০ জন আহত হন।

ওসি আরো জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

(দ্য রিপোর্ট/বিএস/এসবি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর