thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঝিনাইদহে স্কুলছাত্রের লাশ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০৪ ১৩:১০:৩৬
ঝিনাইদহে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপার ফলিয়া গ্রাম থেকে পুলিশ বুধবার সবুজ (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে। নিহত সবুজ ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল।

স্থানীয়রা জানায়, শৈলকুপার ফলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে সবুজ মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে গ্রামের একটি বিলের ধারে কলাক্ষেতে সবুজের ক্ষতবিক্ষত ও গলাকাটা মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সবুজকে হত্যা করা হয়েছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ খুনের ঘটনায় কারা জড়িত তা খোঁজখবর নেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/টিএম/এইচএস/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর