thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

ঝিনাইদহে সংঘর্ষে পুলিশসহ আহত ৭

২০১৩ ডিসেম্বর ০৪ ১৩:১৮:১২
ঝিনাইদহে সংঘর্ষে পুলিশসহ আহত ৭

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে পুলিশসহ সাতজন আহত হয়েছেন । বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের আরাপপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান দাবি করেন তাদের ১৬ জন কর্মী পুলিশের হামলায় আহত হয়েছেন।

১৮ দলের নেতা-কর্মীরা জানান, মসিউর রহমানের নেতৃত্বে শহরের আরাপপুর মহাসড়কে একটি মিছিল বের হয়। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও গুলিবর্ষণ করে।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

(দ্য রিপোর্ট/টিএম/এসবি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর