thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

পদ্মাসেতু দুর্নীতি মামলায় কানাডায় বাংলাদেশি গ্রেফতার

২০১৩ ডিসেম্বর ০৪ ১৩:৫৮:৪০
পদ্মাসেতু দুর্নীতি মামলায় কানাডায় বাংলাদেশি গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক : পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়ায় কানাডায় বাংলাদেশের নাগরিক জুলফিকার আলী ভুঁইয়াকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

কানাডার প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের পদ্মাসেতু প্রকল্পে প্রায় ৩০০ কোটি ডলারের কাজে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

জুলফিকারের বিরুদ্ধে দেশটির পররাষ্ট্র বিষয়ক আইনের আওতায় সেপ্টেম্বরে অভিযোগ দায়ের করে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। আরসিএমপির তদন্তে পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে জুলফিকারের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

তবে চলমান তদন্তের ব্যাপারে আর কোনো মন্তব্য করেনি আরসিএমপি।

এই প্রকল্পে জুলফিকার ছাড়াও এ দুর্নীতির ঘটনায় আরো চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আরসিএমপি। তাদের মধ্যে আছেন, এসএনসি-লাভালিনের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস এবং বাংলাদেশি লবিস্ট ও সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।

পদ্মাসেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগে এসএনসি-লাভালিনের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ও রামেশ সাহার শুনানি টরেন্টোতে কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে। সূত্র: সিবিসি নিউজ।

(দ্য রিপোর্ট/কেএন/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর