thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মোহাম্মদপুর থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

২০১৩ ডিসেম্বর ০৪ ১৪:২১:৪০
মোহাম্মদপুর থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির গানপাউডার, চকলেট বোমা, বুলেটপ্রুফ জ্যাকেট ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

সহকারী পুলিশ কমিশনার মো. আবু ইউসূফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাজমহল রোডের ব্লক-সি’র ২৩/২৫ নম্বর বাসায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে পুলিশ ১৩টি বুলেটপ্রুফ জ্যাকেট, মার্বেল এক কেজি, ৩/৪ লিটার পেট্রোল, ১৫০ গ্রাম গানপাইডার ও চকলেট বোমা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এসি হাসান আরাফাত ও এসি জাহিদুল ইসলাম তালুকদার।

মো. আবু ইউসূফ আরো জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমএআর/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর