thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এরশাদের বাসার সামনে নেতাকর্মীদের ভিড়

২০১৩ ডিসেম্বর ০৪ ১৪:২৮:৫৩
এরশাদের বাসার সামনে নেতাকর্মীদের ভিড়

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবনে ভিড় বাড়ছে। হঠাৎ করে বুধবার দুপুর ২টার পর থেকে তার বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবনে এ ভিড় লক্ষ্য করা যায়।

এরশাদের নির্দেশ মতো মনোনয়নপত্র প্রত্যাহার করে সারাদেশের বিভিন্ন আসনের প্রার্থীরা তার বাসার সামনে অবস্থান নিচ্ছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এরশাদের বাসার সামনে অবস্থান করছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, কুড়িগ্রাম-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান, যুগ্ম মহাসচিব নুরুল ইসলামসহ ঢাকার বিভিন্ন আসনের শতাধিক নেতাকর্মী।

এরশাদের নির্দেশে তারা আসছেন কীনা- এমন প্রশ্নের জবাবে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, একটু পরেই সব পরিষ্কার হয়ে যাবে।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর