thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

‘চেয়ারম্যান বললেই পদত্যাগ’

২০১৩ ডিসেম্বর ০৪ ১৪:৩৮:২৫
‘চেয়ারম্যান বললেই পদত্যাগ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বললেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

মঙ্গলবার আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ ঘোষণার পর আলোচনায় আসে- পুনর্গঠিত সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করছেন কিনা?

এ বিষয়ে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, চেয়ারম্যান যাই বলবেন তাই মেনে নেব। যখন পদত্যাগ করতে বলবেন তখনই পদত্যাগ করব। এর আগ পর্যন্ত কাজ চালিয়ে যাব।

তবে এটা কি ধরনের নির্বাচন হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, যারা এটা করছে, তারাই বলতে পারবে।

নির্বাচনকালীন এ মন্ত্রিসভায় জাতীয় পার্টির ছয়জন সদস্য রয়েছেন। এর মধ্যে চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও রয়েছেন জাতীয় পার্টি থেকে।

(দ্য রিপোর্ট২৪/আরএমএম/আইজেকে/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর