thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

মুন্সীগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী আহত

২০১৩ ডিসেম্বর ০৪ ১৫:৩৮:১৫
মুন্সীগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী আহত

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকায় বুধবার বেলা ১২টায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছে।

আহত গজারিয়া বিএনপির যুগ্ন-সম্পাদক ইসহাক আলী, আবুল কালাম আজাদ ও আব্বাস মিয়াসহ আরও দুইজনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ভবেরচর এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় একদল দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে বিএনপির যুগ্ন-সম্পাদক ইসহাক আলীসহ পাঁচ নেতাকর্মী আহত হন।

গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি আবদুল মান্নান মনা দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনই এ ককটেল হামলা করেছে।

(দ্য রিপোর্ট/এমএএস/এমএইচও/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর