thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ

২০১৩ ডিসেম্বর ০৪ ১৫:৫৩:৩১

দ্য রিপোর্ট প্রতিবেদক : ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার দুপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ অভিযোগ করেন।

বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহে পাবনা, বরিশাল, সাতক্ষীরা, বগুড়া, সিরাজগঞ্জ, লালমণিরহাট, চট্টগ্রামসহ নানা জায়গায় সংখ্যালঘু জনগণের ওপর যারা হামলা করেছে, সরকার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেনি। রাজনৈতিক সহিংস পরিস্থিতির সুযোগে স্বার্থন্বেষী শক্তি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগণের উপর নির্মম আক্রমণ চালাচ্ছে। সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যর্থ তা প্রমাণিত হয়েছে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন বাস্তবায়নের দাবি জানান আদিবাসী নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ক্রিপুরা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/আইজেকে/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর