thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

রাজধানীতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ

২০১৩ ডিসেম্বর ০৪ ১৬:১১:০১
রাজধানীতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী রনি জানান, ইবনে সিনার পাশের গলি থেকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মূল সড়কের দিকে আসছিলেন। এ সময় ছাত্রলীগকর্মীরা তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগকর্মীরা ইবনে সিনা হাসপাতালে হামলা চালায়। এতে ইবনে সিনার বাইরের দিকের কাঁচ ভেঙ্গে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার এসআই আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(দ্য রিপোর্ট/এনইউডি/ডব্লিউএস/এসবি/এমডি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর