thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

বাগেরহাটে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে অবরোধ করে ১৮ দল

২০১৩ ডিসেম্বর ০৪ ১৬:৩১:০২
বাগেরহাটে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে অবরোধ করে ১৮ দল

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে বুধবার সকালে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে।

এ সময়ে তারা মহাসড়কে বসে ও শুয়ে অবরোধ কর্মসূচী পালন করে। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, শফিকুল ইসলাম টোকন, শরিফুল কালাম কারিম, মাও. তৈয়েবুর রহমান, অধ্যাপক মোফাজ্জেল হায়দার বক্তৃতা করেন।

এদিকে সকালে জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, ১৮ দলের সদস্য সচিব এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা আলী রেজা বাবুর নেতৃত্বে খানজাহান আলী দরগাহ মোড়ে অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময়ে ১৮ দলের নেতৃবৃন্দ খুলনা-বাগেরহাট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। অবরোধ কর্মসূচি পালন করতে এই দিন ভোর থেকে বাগেরহাটের বিভিন্ন এলাকার ছাত্রদল, শ্রমিকদল, সদর থানা বিএনপি, শিবির, জামায়াত পৃথক মিছিল নিয়ে খানজাহান আলী দরগাহ মোড়ে আসে।

অবরোধের ফলে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস, ট্রাক চলাচল করেনি।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলি জানান, অবরোধ কর্মসূচিতে বাগেরহাটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমকে/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর