thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘তারা লাদেনের মতো ভিডিওর মাধ্যমে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে’

২০১৩ ডিসেম্বর ০৪ ১৭:৩১:২২
‘তারা লাদেনের মতো ভিডিওর মাধ্যমে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘মানুষ হত্যার মাধ্যমে তারা কী ধরনের রাজনীতি করছে। তারা ওসামা বিন লাদেনের মত গোপন জায়গা থেকে ভিডিওর মাধ্যমে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে।’ বিরোধী দলের অবরোধ কর্মসূচির সমালোচনা করে এ কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজনৈতিক কর্মসূচির নামে যারা মানুষ খুন করছে, রেল লাইনের ফিসপ্লেট খুলছে, তাদের হাতেনাতে ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

বুধবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা সহিংসতা করছে তাদের ছবি প্রকাশ করুন। যারা দেশের মানুষের জন্য রাজনীতি করেন। তাদের জন্য এরা কলঙ্ক সৃষ্টি করছে।’

খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া আন্দোলনের ঘোষণা দিয়ে এসি রুমে বসে মুরগির সুপ, রোস্ট খান। মানুষ হ্ত্যা দেখে উৎফুল্ল হন।’

মিথ্যায় খালেদার সঙ্গে কেউ পারবে না বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া আর কত লাশ চান, কত লাশ হলে তার ক্ষুধা মিটবে এটাই আমার প্রশ্ন। জনগণের কষ্ট লাঘবের জন্য আমি তাকে ফোন করলাম, উত্তরে তিনি কি বললেন এটা সবাই জানেন।’

বিএনপি-জামায়াত দুষ্টচক্রের হাত থেকে মানুষ কবে মুক্তি পাবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘খুনিদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এই সব খুনের জন্য একদিন তারই (খালেদা) বিচার হবে। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

রাজনীতির খেলার নামে মানুষ হত্যা বন্ধ করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত আছেন।

(দ্য রিপোর্ট/এইউএ/এইচএসএম/ডিসেম্বর ৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর