thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ভোলায় যানবাহন ভাঙচুর, আহত ১০

২০১৩ ডিসেম্বর ০৪ ১৭:৪১:১৩
ভোলায় যানবাহন ভাঙচুর, আহত ১০

ভোলা সংবাদদাতা : জেলা শহরের খেয়াঘাট সড়কের চরনোয়াবাদ এলাকায় বুধবার দুপুর ১২টায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতালকারীরা। এ সময় তারা যানবাহন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

হরতালকারীরা এ সময় আটটি অটোরিকশা ও একটি ট্রাক ভাঙচুর করে। আহত হন ১০ যাত্রী। পুলিশ চার পিকেটারকে আটক করে।

ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে জেলায় সকাল থেকে শহরের সকল দোকানপাট বন্ধ ও অভ্যন্তরীন দূরপাল্লা রুটের যানবাহন বন্ধ রয়েছে।

(দ্য রিপোর্ট/জেএস/এমএইচও/এমএআর/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর