thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৭ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

পাটগ্রামে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ১০

২০১৩ ডিসেম্বর ০৪ ১৭:৪৪:১১
পাটগ্রামে পুলিশের গাড়ি ভাঙচুর, আহত ১০

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রামে পুলিশের ভাড়া করা হিউম্যান হলার ভাঙচুর করেছে অবরোধ সমর্থকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে পাটগ্রাম উপজেলার কাফির বাজারে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ একটি ভাড়া করা হিউম্যান হলার নিয়ে কাফির বাজার গেলে জামায়াত শিবিরের মহিলাকর্মীরা গাড়িটি ভাংচুর করে পুলিশকে অবরুদ্ধ করার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২৪ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়েন্ত্রণে রয়েছে।

(দ্য রিপোর্ট/টি/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর