thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আ.লীগের দফতর উপ-দফতরের দায়িত্ব পেলেন গোলাপ-আমিন

২০১৩ ডিসেম্বর ০৪ ১৮:১৯:০১
আ.লীগের দফতর উপ-দফতরের দায়িত্ব পেলেন গোলাপ-আমিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগরে কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ওই দুই পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে ড. আবদুস সোবহান গোলাপ ও আমিনুল ইসলাম আমিনকে।

কেন্দ্রীয় কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য দ্য রিপোর্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ড. আবদুস সোবহান গোলাপ কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর বিশেষ সহাকরীর দায়িত্ব পালন করেন। আমিনুল ইসলাম আমিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্রে জানা জায়, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান এমপি ঢাকা- ১ আসন ও মৃণাল কান্তি দাস মুন্সিগঞ্জ- ৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। নির্বাচনের প্রচারে তারা ব্যস্ত থাকবেন বলে তাদের এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এইউএ/এসবি/ডিসেম্বর ৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর