thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘শেখ হাসিনাকে বাদ দিয়ে সমঝোতা নয়’

২০১৩ ডিসেম্বর ০৪ ১৮:৩৬:৪৩
‘শেখ হাসিনাকে বাদ দিয়ে সমঝোতা নয়’

দ্য রিপোট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতা নয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমার বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতার কোনো জায়গা নেই। রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদন, সমুদ্র জয়, যুদ্ধাপরাধীদের বিচার করাই কি তার অপরাধ।তত্ত্বাবধায়ক নয় তারা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চায়।

বিরোধী দলের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ আছে- সরকারের কোন কোন মন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে লতিফ সিদ্দিকী বলেন, আমার জায়গা থেকে বলছি শেখ হাসিনাকে মাইনাস করে আমি বেহেশতে যেতেও রাজি না। আজ আমরা মুখোমুখি, এ লড়াইয়ে আমাদের জয় হবেই, বিজয় ছিনিয়ে আনব। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

পাটমন্ত্রী বলেন, বর্তমানে অবরোধকারীদের হামলায় ‍পুলিশ ও সাধারণ জনগন নিহত হচ্ছে। অতীতে আন্দোলন কর্মসূচিতে আন্দোলনকারীরা নিহত হতেন। নাশকতা রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বিরোধী দলের লক্ষ্য জনগণের কল্যাণ হলে এ অবস্থা হতো না বলেও জানান তিনি।

(দ্য রিপোট২৪/আরএমএম/এমডি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর