thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

যশোরে একজনকে গুলি করে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৪ ১৯:০৩:৫৪
যশোরে একজনকে গুলি করে হত্যা

যশোর সংবাদদাতা : মণিরামপুরের বাহাদুরপুরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে শাহিন নামে এক যুবককে। বুধবার সকালে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, শাহিন কিছুদিন ধরে বাহাদুরপুরে তার দূর সম্পর্কের আত্মীয় নজরুল ইসলামের বাড়িতে লুকিয়ে ছিলেন। মঙ্গলবার রাত ১১টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে বুধবার সকালে লোকজন গ্রামের ভাঙাড়ির মোড়ের রাস্তার ওপর শাহিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।

শাহিন খুলনার ফুলতলা উপজেলার দামোদরে বসবাস করত। তিনি নড়াইল সদরের কাগজীপাড়ার ওয়াজেদ আলীর ছেলে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন বলেন, ‘শাহিন একজন চরমপন্থী খুনি। তার বিরুদ্ধে খুলনার ফুলতলা এবং যশোরের অভয়নগর ও মণিরামপুর থানায় অনেকগুলো মামলা রয়েছে। ২০১১ সালে সে অস্ত্রসহ মণিরামপুর পুলিশের হাতে ধরা পড়ে।’

(দ্য রিপোর্ট/জেএম/আইজেকে/এমডি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর