thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

সাত দফা দাবিতে অর্থসচিবের কাছে স্মারকলিপি

২০১৩ ডিসেম্বর ০৪ ১৯:২২:০৫
সাত দফা দাবিতে অর্থসচিবের কাছে স্মারকলিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাত দফা দাবিতে অর্থসচিব ফজলে কবীরের কাছে স্মারকলিপি দিয়েছে সচিবালয়ের ৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মাহে আলম অর্থসচিব বরাবর বুধবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করেন। সংশ্লিষ্ট সাত সংগঠনের সাধারণ সম্পাদকরাও এ সময় উপস্থিত ছিলেন।

পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে, চারমাসের মধ্যে বেতন ও চাকুরি কমিশন ২০১৩ বাস্তবায়ন, হরতাল-অবরোধ চলাকালে ঝুঁকি ভাতা প্রদান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ে কর্মকর্তাদের ভাতা প্রদান, ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ন্যায় নন-ক্যাডার কর্মকর্তাদের সিলেকশন গ্রেড, সিনিয়র স্কেল, টাইম স্কেল প্রদান ইত্যাদি।

স্মারকলিপি প্রদানের বিষয়ে জানতে চাইলে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. মাহে আলম জানান, সংগঠনের ৭ দফা দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন সচিব।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমডি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর