thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

চাঁদপুরে ৩৫০ শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা

২০১৩ ডিসেম্বর ০৪ ২০:০৩:১৪
চাঁদপুরে ৩৫০ শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শিবিরের ১০ জনের নাম উল্লেখসহ সাড়ে ৩০০ জনকে আসামি করে ২টি মামলা দায়ের করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বাদি হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে মামলা ২টি করেন। মামলার এজাহারভুক্তদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা শিবিরের সভাপতি মোস্তাফা কাউছার ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে আটক একজনকে বুধবার সকালে এই ২ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়েছে।’
(দ্য রিপোর্ট/এমবি/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর