thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

বিশ্বকাপের নতুন বল ‘ব্রাজুকা’

২০১৩ ডিসেম্বর ০৪ ২০:১৪:৪৯
বিশ্বকাপের নতুন বল ‘ব্রাজুকা’

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিল ২০১৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে রিও ডি জেনেরিওতে জমকালো এক অনুষ্ঠানে নতুন বলের মোড়ক খোলা হয়েছে। আগামী বিশ্বকাপে ব্যবহৃত নতুন বলটির নাম দেওয়া হয়েছে ‘ব্রাজুকা’।

স্পোর্টসের সরঞ্জাম তৈরিতে বিশ্বসেরা অ্যাডিডাস নক্সসা করেছে ব্রাজুকার। এতে ৩ ধরনের রঙের ব্যবহার করা হয়েছে। এগুলো হলো ব্লু, গোল্ড ও গ্রীন। ব্রাজুকার দুটি অর্থ করা হয়েছে। প্রথমটি বিদেশেও ব্রাজিলের ফুটবল। অর্থাৎ দেশটির অসংখ্য ফুটবলার খেলেন বিশ্বের বিভিন্ন স্বীকৃতি লিগে, তাদের বোঝাতে। দ্বিতীয়টি এর মাধ্যমে তুলে ধরা হবে ব্রাজিলের জাতীয় মর‌্যাদা।

এর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বল ‘জাবুলানি’ও তৈরি করেছিল অ্যাডিডাস। এই কোম্পানির ওই বল নিয়ে সেসময় ব্যাপক সমালোচনা হয়েছিল।

(দ্য রিপোর্ট/সিজি/ডিসেম্বর ৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর