thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

আবারও পাক-ভারত সম্পর্কে ‘কাশ্মীর’ উত্তেজনা

২০১৩ ডিসেম্বর ০৪ ২০:২১:০১
আবারও পাক-ভারত সম্পর্কে ‘কাশ্মীর’ উত্তেজনা

দ্য রিপোর্ট ডেস্ক : আবারও পাক-ভারত সম্পর্কের উত্তেজনা সৃষ্টি করেছে ‘কাশ্মীর’ ইস্যুটি। বুধবার কাশ্মীর নিয়ে পাকিস্তানের একটি পত্রিকায় প্রকাশিত নওয়াজ শরীফের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতিক্রিয়া জানালে এ উত্তেজনার সৃষ্টি হয়।

পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা ‘দ্য ডনে’-এ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ‘কাশ্মীর একটি গুরুত্বপূর্ণ সীমানা এবং এটি যে কোনো সময় দুই পারমাণু শক্তিধর দেশের মধ্যে চতুর্থ যুদ্ধের কারণ হয়ে ওঠতে পারে।’
পত্রিকাটির দাবি, মঙ্গলবার মুজাফ্ফারাবাদের এক জনসভায় বক্তব্য দানকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তবে প্রধানমন্ত্রীর অফিস থেকে এ বক্তব্যের কথা অস্বীকার করা হয়েছে।
এদিকে এ মন্তব্যটি প্রকাশের মাত্র এক ঘণ্টার মাথায় পাল্টা বিবৃতি জানিয়েছে ভারতের সর্বোচ্চ কতৃপক্ষ। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বিবৃতিতে বলেছেন, তার জীবদ্দশায় পাকিস্তান কখনও ভারতের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারবে না।
প্রসঙ্গত, গত এক দশকের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে পাক-ভারত বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে সবচেয়ে বেশি অস্থিরতা বিরাজ করছে। খবর এনডিটিভির।
(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর