thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

সুজিত মোস্তফার গান

২০১৩ ডিসেম্বর ০৪ ২০:৩১:৪০
সুজিত মোস্তফার গান

দ্য রিপোর্ট প্রতিবেদক : শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সুজিত মোস্তফা। তিনি স্বনামধন্য কবি, সুরকার ও গায়ক আবু হেনা মোস্তফা কামালের ছেলে।

উপমহাদেশের বরেণ্য সঙ্গীত গুরুদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন সুজিত। নয়াদিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ের পণ্ডিত বিনোদ কুমার, ইন্দোর ঘরানার পণ্ডিত অমরনাথ ও নয়াদিল্লির কলা কেন্দ্রের শ্রীরাম ভারাতিয়ার কাছে সঙ্গীতের জ্ঞান লাভ করেন। বাংলাদেশের ছায়ানট থেকে শাস্ত্রীয় সঙ্গীতের ওপর পাঁচ বছরের কোর্সও করেন সুজিত মোস্তফা। এ ছাড়া নিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে ডিপ্লোমা।

উচ্চাঙ্গ, নজরুলগীতি ও আধুনিক সঙ্গীতের ওপর সিদ্ধহস্ত সুজিত মোস্তফা দেশে ও বিদেশে পারফর্ম করে চলেছেন। ১৯৯০ সালে দিল্লীর শিরিফোর্ড অডিটোরিয়ামে পণ্ডিত রবিশঙ্করের ৭০তম জন্মবার্ষিকীতে পারফর্ম করেন।

এ ছাড়া তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, চীন, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশন করেন। ভারতে অনুষ্ঠিত বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের উৎসবে তার ডাক পড়ে।

সুজিত মোস্তফা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ‘বিশেষ’ গ্রেডের শিল্পী হিসেবে নজরুলগীতি ও আধুনিক গান পরিবেশন করেন। এ পর‌্যন্ত তার বেশকিছু অ্যালবাম বের হয়েছে।

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর