thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

সাইফিনার নতুন বাড়ি

২০১৩ ডিসেম্বর ০৪ ২১:২৫:৩৭
সাইফিনার নতুন বাড়ি

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর চারতলা এপার্টমেন্ট কিনলেন মুম্বাইয়ের বান্দায়।সম্প্রতি সাইফ-কারিনা তাদের বর্তমান বাড়ি ফরচুন হাইটসের সামনে এই এপার্টমেন্ট কিনলেন। এই বাড়ির ৩ হাজার বর্গফুটের প্রতিটি ফ্লোরের মূল্য ১২ কোটি রুপি।

এ সম্পর্কে সংবাদ মাধ্যমকে সাইফ বলেন, ‘আমরা রাজার হালে কাটাতে চাই। আর এ জন্য নিজেদের জন্য ছোট একটি ঘর কিনেছি। চারতলা এই ঘরটির মূল্য মাত্র ৪৮ কোটি রুপি।’

অমিতাভ বচ্চন ও অর্জুন রামপালের বাড়ির ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি নজর ওয়াদিয়া সাইফ-কারিনার নতুন বাড়িটির ডিজাইন করছেন।

নবাব পরিবারের স্ত্রী ও সাইফ আলী খানের বেগম কারিনা কাপুর তার বাড়িটি সাজানোর জন্য বড় তালিকা করেছেন। কোথায় কী হবে, তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন কারিনা। একটি ফ্লোরে সুইমিং পুল থাকছে। আরও থাকবে লাইব্রেরি, জিমনেসিয়াম ও বাগান। দিন দিন এই তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন অনেক কিছু। একেই নবাব বাড়ির নবাবী চাল!

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর