thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

৫ প্রশ্নে অ্যানি খান

২০১৩ ডিসেম্বর ০৪ ২১:৪৭:৪৯
৫ প্রশ্নে অ্যানি খান

দ্য রিপোট প্রতিবেদক : এ সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী অ্যানি খান। শুটিংয়ের ফাঁকে নিজের বর্তমান অবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে দ্য রিপোর্টের সঙ্গে কথা বললেন তিনি।

দ্য রিপোর্ট : কী করছেন?

অ্যানি : বিজ্ঞাপন চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছি। নাবিল আশরাফের পরিচালনায় চিত্রনায়ক ইমনের বিপরীতে মডেলিং করছি।

দ্য রিপোর্ট : নাটকের শুটিং চলছে না?

অ্যানি : ভ্যালেন্টাইনস ডে নিয়ে কিছু নাটকের কথা চলছে। আসলে অকেশন ছাড়া নাটক করতে চাই না। চ্যানেলে লাইভ অনুষ্ঠান করছি।

দ্য রিপোর্ট : বিজ্ঞাপন চিত্রের কী অবস্থা?

অ্যানি : সম্প্রতি দুইটি বিজ্ঞাপন চিত্রে মডেলিং করলাম। আরও তিনটি বিজ্ঞাপন চিত্রের অফার পেয়েছি। খুব শিগগিরই শুরু হবে।

দ্য রিপোর্ট : রাজনৈতিক অস্থিরতা মধ্যে কীভাবে শুটিং করছেন?

অ্যানি : খুব রিস্ক হয়ে যাচ্ছে। শুটিংয়ে যাওয়ার জন্য বের হলেই মনে হয়, এই বুঝি ককটেল এসে মাথায় পড়ল। তাও সাহস সঞ্চার করে করছি। কি করব? কাজ তো করতেই হবে।

দ্য রিপোর্ট : নির্বাচন নিয়ে কী ভাবছেন?

অ্যানি : দুইদলে গুতো-গুতিতে আমরা সমস্যায় পড়ি। আমি চাই নতুন কেউ আসুক।

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর