thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পাবনায় যুবককে গুলি করে হত্যা

২০১৩ ডিসেম্বর ০৪ ২২:১৭:১১
পাবনায় যুবককে গুলি করে হত্যা

পাবনা সংবাদদাতা : জেলা শহরের বাজিতপুর এলাকায় মুন হোসেন (২৩) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুন পৌর সদরের পশ্চিম সাধুপাড়া এলাকার জালাল প্রামানিকের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার লাশটির ময়নাতদন্ত সম্পন্ন হবে।

স্থানীয়রা জানান, বাজিতপুর এলাকার মল্লিকের বাগানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মুন। এ সময় দুর্বৃত্তরা মুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় গুলি করে চলে যায়। আশংকাজনক অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমএআর/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর