thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

দিল্লির অ্যাসেম্বলি নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

২০১৩ ডিসেম্বর ০৪ ২২:৩০:৪৩
দিল্লির অ্যাসেম্বলি নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

দ্য রিপোর্ট ডেস্ক : দিল্লির নির্বাচন কমিশন জানিয়েছে, অ্যাসেম্বলি নির্বাচনে বুধবার প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। তবে বিকেল পাঁচটায় ভোট দেওয়ার সময় শেষ হয়ে যাওয়ার পরও ভোটকেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দিল্লির নির্বাচন কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। তবে সব তথ্য এক করার পর এই সংখ্যাটা পরিবর্তন হতে পারে। কারণ এখনও প্রায় ৭০ হাজার মানুষ ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে আছে।

তিনি বলেন, যারা পাঁচটার আগে লাইনে দাড়িয়েছে কেবল তারাই ভোট দিতে পারবে। তাছাড়া যেসব ভোটকেন্দ্রে ভোটিং মেশিনের সমস্যা হয়েছে, সেগুলোতে ভোট দেওয়ার সময় বাড়ানো হয়েছে।

এদিকে দিল্লির প্রধান নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়তে পারে বলে তিনি আশা করছেন।

অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, শহরের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটিং মেশিনে সমস্যার খবর পাওয়া গেছে। তবে ওই মেশিনগুলো ঠিক করা হয়েছে।

২০০৮ সালে দিল্লির অ্যাসেম্বলি নির্বাচনে ৫৭ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল।

(দ্য রিপোর্ট/আদসি/এমডি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর