thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কেনিয়ায় সন্ত্রাসী হামলায় সহায়তাকারীদের জামিন নামঞ্জুর

২০১৩ ডিসেম্বর ০৪ ২২:৩৯:৫৫
কেনিয়ায় সন্ত্রাসী হামলায় সহায়তাকারীদের জামিন নামঞ্জুর

দ্য রিপোর্ট ডেস্ক : কেনিয়ার একটি আদালত দেশটিতে এক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক চারব্যক্তির জামিন আবেদন নাকচ করে দিয়েছে। এর আগে নাইরোবির ওয়েস্টগেট শপিংমলে ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিদের আটক করা হয়েছিল।

নাইরোবির চীফ ম্যাজিস্ট্রেট কিয়ারিয়ে ওয়াউইরু কিয়ারিয়ে বুধবার বলেছেন, ওই সন্দেহভাজন ব্যক্তিরা হামলার তদন্ত বাধাগ্রস্ত করেছে এজন্য তাদের জামিন নামঞ্জুর করা হয়েছে।

এদিকে আদালত আগামী ১৫ জানুয়ারি থেকে ওই ব্যক্তিদের বিচারকাজ শুরু করার কথা জানিয়েছে। আর এর আগ পর্যন্ত তাদের রিমান্ড নামঞ্জুর করে আদালত।

‘সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে কেনিয়ার সন্ত্রাসবিরোধী আইনে ওই চারব্যক্তি অভিযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে বন্দুকধারীদের আশ্রয়প্রদান ও জাল কাগজপত্র সরবরাহ করার অভিযোগও আনা হয়েছে। তবে ওই ব্যক্তিরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছে।

গত সেপ্টেম্বরে নাইরোবির ওয়েস্টগেট শপিংমলে চারদিন স্থায়ী ওই হামলার ঘটনায় কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছিল। পরে সোমালিয়ার অস্ত্রধারী গ্রুপ আল-শাবাব এ হামলার দায় স্বীকার করে। খবর আলজাজিরার।

(দ্য রিপোর্ট/আদসি/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর