thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘মৃত্যুশয্যায়ও লড়াই করছেন ম্যান্ডেলা’

২০১৩ ডিসেম্বর ০৪ ২১:৪৯:৫৫
‘মৃত্যুশয্যায়ও লড়াই করছেন ম্যান্ডেলা’

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মেয়ে বলেছেন, তার বাবা ‘মৃত্যুশয্যায়’ থেকেও লড়াই করে যাচ্ছেন। তিনি বলেন, বর্ণবাদ বিরোধী এই নেতা ‘শক্তি এবং সাহস’ নিয়ে এখনও আমাদের সঙ্গে আছেন। খবর বিবিসির।

নেলসন ম্যান্ডেলার মেয়ে মাকাজিউই ম্যান্ডেলা বলেন, যদিও মৃত্যুশয্যায় তিনি ঠিক মত কথা বলতে পারছেন না। তারপরও তিনি আমাদের ধৈর্য, ভালবাসা ও সহিষ্ণুতার শিক্ষা দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, যতবারই তার সঙ্গে দেখা করেছি, আমি বিস্মিত হয়েছি। মাঝে মাঝে নিজের গায়ে চিমটি কেটে বলি আমি এই মহান ব্যক্তির সন্তান। তিনি একজন যোদ্ধা এবং জীবনের শেষ সময়ে এসেও তিনি লড়াই করে যাচ্ছেন।

এদিকে ম্যান্ডেলার নাতি ডাবা ম্যান্ডেলা বলেছেন, সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা খুব একটা ভাল না।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বরাবরই বলে আসছেন, ম্যান্ডেলার অবস্থা সঙ্কটজনক তবে স্থিতিশীল।

গত সেপ্টেম্বরে ম্যান্ডেলাকে হাসপাতাল থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। শ্বাসতন্ত্রে প্রদাহের কারণে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ম্যান্ডেলা ব্যাপকভাবে সম্মানিত।

(দ্য রিপোর্ট/আদসি/এমডি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর