thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

বগুড়ায় যুবদল কর্মী হত্যা মামলায় ১৪ আসামি

২০১৩ ডিসেম্বর ০৪ ২২:৫৯:৩৫
বগুড়ায় যুবদল কর্মী হত্যা মামলায় ১৪ আসামি

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় যুবদল কর্মী ইমরান প্রামানিককে (৩০) গুলি করে হত্যার দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে। বুধবার ইমরানের মা মিনু বেগম বাদি হয়ে ১৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

তবে তদন্তের স্বার্থে মামলার অভিযুক্তদের নাম জানানো হয়নি। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) নুরে আলম সিদ্দিকী জানান, বুধবার মিনু বেগম বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ওই মামলার ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

গত সোমবার দুপুরে দুর্বৃত্তরা বাড়ির জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ইমরানকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

(দ্য রিপোর্ট/এএইচ/এআইএম/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর