thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল জাপা

২০১৩ ডিসেম্বর ০৫ ০০:৩৫:১২
নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল জাপা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পর্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে জাতীয় পার্টি। বুধবার দিবাগত রাত ১২টায় এরশাদের বারিধারার বাড়ি থেকে বের হওয়ার সময় উপাস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, সব দল নির্বাচনে এলে আমরাও আসব। যেহেতু এখন পর্যন্ত কোনো দল নির্বাচনে সাড়া দেয়নি, তাই জাতীয় পার্টিও নির্বাচনে যাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যা বলেছেন দল সে সিদ্ধান্তে এখনও অটল।’

এ সময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ উপস্থিত ছিলেন।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে দ্বিতীয়বারের মতো এইচ এম এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্ক ভবনের প্রবেশ করেন এবিএম রুহুল আমিন হাওলাদার।

তারও আগে রাত সাড়ে ১০টার দিকে জাতীয় পার্টির মহাসচিব ও নির্বাচনকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন এরশাদের বাসা থেকে বের হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/কেজেএন/ডি/এস/এসকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর