thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

২০১৩ ডিসেম্বর ০৫ ০২:১৫:৫১
বাংলাদেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এই সতর্কবার্তা জারি করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা সতর্কবার্তায় বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকতে ও সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। এছাড়া পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে নিয়মিত ঢাকায় দূতাবাসের ওয়েবসাইটেও চোখ রাখতে নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা স্থাপনায় হামলা না হলেও চলমান সংঘাতে যেকোনো সময় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নাগরিকরা ঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে সতর্কবার্তায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল গত দুই সপ্তাহ ধরে অবরোধ চালিয়ে যাচ্ছে। এতে এ পর্যন্ত ৪০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিল।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলেও নাগরিকদের জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

(দ্য রিপোর্ট/এএইচ/এস/এসকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর