thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মালিতে সেনা ছাউনির কাছে গণকবরের সন্ধান

২০১৩ ডিসেম্বর ০৫ ০৫:৩৫:৪৭
মালিতে সেনা ছাউনির কাছে গণকবরের সন্ধান

দ্য রিপোর্ট ডেস্ক : মালির এক সেনা ছাউনির কাছে ২১ জন সৈন্যের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। অপরাধের সঙ্গে জড়িতের অপরাধে সাবেক এক সামরিক জান্তা নেতাকে আটকের এক সপ্তাহ পরই এ গণকবরের সন্ধান পাওয়া গেল। খবর আলজাজিরার।

নিহতরা সবাই দেশটির অপসারিত প্রেসিডেন্ট আমাডু তুনামি তোরের অনুগত সৈন্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসিকিউটর ড্যানিয়েল টেসোগ জানান, রাজধানীর বামাকোর ৩০ কিলোমিটার দক্ষিণে কাটির দক্ষিণ সেনা ছাউনির কাছে ডিয়াগো গ্রামে এ মৃতদেহগুলো পাওয়া গেছে।

তিনি জানান, জেনারেল আমাডু হাইয়া স্যাংগোর ক্ষমতা দখলে এ সৈন্যরা বিরোধিতা করতে পারে মনে করে তাদের হত্যা করা হয়েছে। টেসোগ বলেন, ‘লাশগুলো দেখে মনে হচ্ছে তাদের একইসঙ্গে হত্যা করা হয়েছে।’

এ ঘটনায় স্যাংগোর বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর।

ইতোমধ্যে আটক সামরিক জান্তার অনুগত ১৫ সৈন্যকেও আটক করা হয়েছে।

প্রসঙ্গত, দেশটিতে দুই দশক ধরে চলা গণতান্ত্রিক ধারাকে হটিয়ে ২০১২ সালের ২১ মার্চ এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

এরপর চলতি বছরের গ্রীষ্মে সামরিক বাহিনীর অধীনে দেশটিতে প্রথমবারের মতো প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়। এতে ইব্রাহিম বৌবাকার কেইটা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তবে তিনি সেনা প্রধান স্যাংগোর হয়েই কাজ করছেন বলে অভিযোগ করেছে দেশটির মানবাধিকার সংস্থাগুলো।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর