thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জীবিত আছেন আত্মহত্যার হুমকি দেওয়া এরশাদ

২০১৩ ডিসেম্বর ০৫ ০৬:১৫:১৭
জীবিত আছেন আত্মহত্যার হুমকি দেওয়া এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করে নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। এর আগে তিনি আত্মহত্যার হুমকি দেওয়ায় দলের নেতা-কর্মীসহ সাংবাদিকরা তার বাসার সামনে রাতভর উৎকণ্ঠায় ছিলেন।

ভোর ৫টা ৫০ মিনিটে প্রেসিডেন্ট পার্কের বাসায় ফজরের নামাজ আদায় করে পরে টুপি মাথায় নিচে নেমে আসেন এরশাদ। এরপর তিনি নেতা-কর্মীদের সঙ্গে হ্যান্ড-শেক করেন। কারও কারও মাথায় হাতও বুলিয়ে দেন তিনি। এ সময় দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সবুর আসুদসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর উপস্থিত সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা না বলেই উপরে চলে যান।

(দ্য রিপোর্ট/কেজেএন/এসকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর