thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদন

মেইখটিলার রোহিঙ্গাদের পুনর্বাসিত করা হবে

২০১৩ ডিসেম্বর ০৫ ০৭:০২:৩২
মেইখটিলার রোহিঙ্গাদের পুনর্বাসিত করা হবে

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রেইখটিলার রোহিঙ্গা মুসলিমদের পুনর্বাসন করবে স্থানীয় প্রশাসন। বুধবার নিউ লাইট অব মিয়ানমার পত্রিকার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর থেকে শুরু হওয়া বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় রেইখটিলা শহরের ৭ হাজার ৮৪৫ জন রোহিঙ্গা মুসলিম গৃহহীন হয়েছে। তাদের পুনর্বাসন প্রকল্পে প্রথমে ৪০০ জনকে প্লট ও অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেওয়া হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, গত মাসে এ বিষয়ে মন্ডলয় বিভাগের পরিকল্পনা ও অর্থনৈতিক মন্ত্রী অং জান জেলা ও শহরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ৯৩ জনকে ৪০ বাই ৩০ ফুট প্লট বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। পর্যায়ক্রমে আরো ২৭০ জনকে প্লট দেওয়া হবে।

তবে কীভাবে ও কখন থেকে এ বরাদ্দের কার্যক্রম শুরু হবে তা জানায়নি পত্রিকাটি। এরই সঙ্গে এ পুনর্বাসন প্রকল্পকে স্থানীয় বৌদ্ধরা ভালোভাবে দেখছে না বলেও পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরের মার্চে রাখাইন রাজ্যে শুরু হওযা বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে এক দাঙ্গায় ১৯২ জন নিহত ও প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে সরকারি এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর